পটুয়াখালীর বাউফলে ডেঙ্গু বিষয়ে সচেতনামূলক আলোচনা সভা

 পটুয়াখালীর বাউফলে ডেঙ্গু বিষয়ে সচেতনামূলক আলোচনা সভা

মোঃ দেলোয়ার হোসেন ,বরিশাল.লাইভ: পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে ডেঙ্গু জ্বরের প্রতিকার ও প্রদুর্ভাব রোধে সচেতনামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পাতিবার তিন ঘটিকার সময় স্বাস্থ্য কমপ্লেক্স  সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডঃ প্রশান্ত কুমার সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক চীফ হুইপ ,সভাপতি সরকারি প্রতিষ্ঠান কমিটি আ,স,ম ফিরোজ,এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল,ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে,সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়া,ওসি তদন্ত মাকসুদুর রহমান মুরাদ ,চেয়ারম্যান ইব্রাহিম ফারুক,প্রেসক্লাবের সভাপতি হারুন অর-রশিদ,সাধারন সম্পাদক কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।
প্রধান অতিথি আ,স,ম ফিরোজ এমপি বলেন,ব্যক্তি সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংশ করে অল্প দিনেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গুর প্রকোপ অচিরেই বন্ধু করতে প্রত্যেকের বাড়ির আশপাশে জমে থাকা পানি,বিশেষ করে,টব,পলিথিন,ডাবের খোসা ইত্যাদিতে যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে যাতে কোন মশার কামড়াতে না পারে সেদিকেও সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশুদের প্রতি অতি সতর্ক থাকতে হবে ।সচেতনার মাধ্যমে ডেঙ্গুর ভয়াবহতা থেকে মুক্তি সম্ভব।
এসময় সাংবাদিক, জনপ্রতিনিধি, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারী,এনজিও প্রতিনিধি সহ গন্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন ।
পরে প্রধান অতিথি জনগনের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয় লিফলেট বিতরন করেন।